সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

যাকির হোসাইন - বসুন্ধরা, ঢাকা

৫৫০০. প্রশ্ন

গত বছর আমার মা ইন্তেকাল করেন। এরপর আমার বাবা আরেকটি বিয়ে করেন। সৎ মায়ের মা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। আমি তাকে নানী ডাকি এবং তার সামনে যাই। কিছুদিন আগে আমার এক ভাই, যে মাদরাসায় পড়ে সে বলল, সৎ মার মায়ের সাথে নাকি পর্দা করতে হয়। তার কথা কি ঠিক?

 

উত্তর

হাঁ, সে ঠিকই বলেছে। সৎ মায়ের মা মাহরামের অন্তর্ভুক্ত নন। তিনি যদি খুব বৃদ্ধা না হয়ে থাকেন তবে তার সাথে পর্দা করা জরুরি।

-আলমাবসূত, সারাখসী ৪/২১১; ফাতাওয়া খাইরিয়া ১/৩৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৭; রদ্দুল মুহতার ৩/৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন