সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

মুহাম্মাদ সাইদ খান - হাজারীবাগ, ঢাকা

৫৪৮৫. প্রশ্ন

আমার দাদী দীর্ঘদিন যাবত শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত। বর্তমানে নামাযের রাকাত সংখ্যা ও নিয়ম-কানুন ভুলে গেছেন। নিজে নামায আদায়ে সক্ষম নন। তার সন্তানেরা পাশে থেকে বলে বলে নামায পড়াচ্ছেন। আমার জানার বিষয় হল, এখন কি তাঁর উপর নামায পড়া আবশ্যক?

উত্তর

ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামায। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দাদী অন্যের সাহায্যে নামায আদায়ে সক্ষম হলে আপনারা তাকে নামায পড়িয়ে দেবেন। এক্ষেত্রে আপনাদের কর্তব্য হবে, তাকে নামায আদায়ে যথাসম্ভব সহযোগিতা করা। এটা করলে আপনারা সওয়াবের ভাগি হবেন ইনশাআল্লাহ! তবে যদি কখনো সাহায্য করার কেউ না থাকে অথবা কখনো কোনো কারণে তার নামায ছুটে যায় তাহলে প্রশ্নে বর্ণিত অপারগতার কারণে ঐ নামাযের কাযা করতে হবে না। এক্ষেত্রে নামায আদায়ে সক্ষম নয় হিসেবে তা মাফ হয়ে যাবে।

-শরহুল মুনইয়া, পৃ. ২৬৩; আলবাহরুর রায়েক ২/১১৬; আননাহরুল ফায়েক ১/৩৩৪; আদ্দুররুল মুখতার ২/১০০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন