যিলকদ ১৪৪২ || জুন ২০২১

তামীম - রায়েরবাগ, ঢাকা

৫৪০২. প্রশ্ন

এক বছর আগে আমি আমার বন্ধু মুস্তাফিজকে দশ হাজার টাকা ঋণ দিয়েছিলাম তার ব্যবসার জন্য। করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে তার ব্যবসায় অনেক লোকসান হয়। সে এখন অনেক ঋণগ্রস্ত। ঋণ পরিশোধের মত তেমন কোনো ব্যবস্থা তার নেই। আমি চাচ্ছি, আমার যাকাতের টাকা পুরোটা তাকে দিয়ে দিব।

জানার বিষয় হল, আমার দেয়া ঋণের দশ হাজার টাকা আমি যাকাতের টাকা থেকে কেটে রেখে বাকি টাকা তাকে প্রদান করলে আমার যাকাত আদায় হবে কি না?

উত্তর

আপনার পাওনা ঋণ যাকাতের টাকা থেকে কেটে নিলে আপনার যাকাত আদায় হবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দিতে চাইলে পাওনাদারকে যাকাতের নগদ অর্থ প্রদান করে এরপর তার থেকে আপনার পাওনা টাকা উসূল করে নিতে পারবেন। এভাবে যাকাতও আদায় হয়ে যাবে এবং ঋণগ্রস্ত ব্যক্তির ঋণমুক্তির সহযোগিতা হবে।

প্রকাশ থাকে যে, প্রশ্নোক্ত ব্যবসায়ীর যদি ঋণ আদায়ের মত পুঁজি বা অন্য কোনো সম্পদ থাকে তাহলে তাকে যাকাতের টাকা দেওয়া যাবে না।

Ñআলমাবসূত, সারাখসী ৩/৩৫; ফাতাওয়া খানিয়া ১/২৬৩; তাবয়ীনুল হাকায়েক ২/৩১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৬; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৯৫; আলবাহরুর রায়েক ২/২১১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন