যিলকদ ১৪৪২ || জুন ২০২১

জুনাইদ হোসাইন - কমলাপুর, ঢাকা

৫৩৮৬. প্রশ্ন

গত কিছুদিন আগে আমি খুলনা থেকে ঢাকা ফেরার পথে ট্রেনে ঘুমিয়ে থাকার কারণে আমার আসরের নামায কাযা হয়ে যায়। মাগরিবের প্রায় শেষ ওয়াক্তে আমার ঘুম ভাঙে। উঠে দেখি, ট্রেন আমাদের এলাকায় চলে এসেছে। আমি তখন আছরের নামায কাযা করে মাগরীবের নামায আদায় করার ইচ্ছা করি। কিন্তু আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে, সফর অবস্থায় কাযা হওয়া নামায এলাকায় এসে দুই রাকাত পড়ব না চার রাকাত? এক্ষেত্রে শরয়ী হুকুম জানালে উপকৃত হতাম।

উত্তর

সফর অবস্থায় নামায কাযা হলে নিজ এলাকায় পৌঁছার পর ঐ নামাযের কাযাও কসর হিসাবে আদায় করতে হয়। সুতরাং আপনার সফর অবস্থায় কাযা হওয়া আসরের নামায দুই রাকাত আদায় করবেন।

Ñআলহাবিল কুদসী ১/২২১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫২৩; শরহুল মুনইয়া, পৃ. ৫৪৪; আলজাওহারাতুন নাইয়িরা ১/১১২; রদ্দুল মুহতার ২/১৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন