শাওয়াল ১৪৪২ || মে ২০২১

আফাক - সাভার, ঢাকা

৫৩৭৩. প্রশ্ন

কিছুদিন আগে কোনো এক বিষয়ে আমি কসম করি, কিন্ত কোনো কারণে কসমটি ভাঙতে হয়। এখন আমি কাফফারা দিতে চাচ্ছি। কাফফারা বিষয়ে আমার এতটুকু জানা আছে যে, দশজন গরীবকে মধ্যম পন্থায় দুই বেলা খাওয়াতে হয়। কিন্তু এ বিষয়ে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই। তা হচ্ছে-

(ক) আমার পরিচিত পাঁচজন দরিদ্র ব্যক্তি রয়েছে; আমি কি তাদেরকে দুই বেলা করে দুই দিন খাওয়াতে পারব বা তার মধ্যে যে কোনো একজনকে এক বেলা করে বিশ দিন খাওয়াতে পারব?

(খ) তাদেরকে না খাইয়ে প্রতিদিন খাবারের মূল্য দেওয়া যাবে কি?

(গ) দুই বেলায় পাঁচজনকে দশজনেরটা খাওয়ানো যাবে কি?

(ঘ) আমার এক অসহায় নিকটাত্মীয় আছে। তাকে যাকাতের মত পূর্ণ দশ জনের খাবারের মূল্য একসাথে দেওয়া যাবে কি? বিস্তারিত জানানোর অনুরোধ করছি।

উত্তর

কসমের কাফফারা খাবারের দ্বারা আদায়ের ক্ষেত্রে আপনি চাইলে পাঁচজন গরিবকে দুই বেলা করে দুই দিন বা একজনকে এক বেলা করে বিশ দিনও খাওয়াতে পারেন অথবা খাওয়ানোর পরিবর্তে প্রতিদিনের খাবারের মূল্যও দিয়ে দিতে পারেন। কিন্তু পাঁচজনকে দুই বেলা যেভাবেই খাওয়ানো হোক এর দ্বারা পূর্ণ কাফফারা আদায় হবে না; বরং পাঁচ জনেরটা আদায় হবে এবং আরো পাঁচ জনেরটা আদায় করতে হবে।

অনুরূপভাবে কসমের কাফফারার জন্য একজনকে একসাথে দশ জনের খাবারের মূল্যও দেওয়া যাবে না। একজনকে দশ জনের খাবারের মূল্য দিতে চাইলে প্রতিদিনেরটা পৃথকভাবে দশ দিনে দিতে হবে।

-আলহাবিল কুদসী ১/৫৩৭; তাবয়ীনুল হাকায়েক ৩/২১৯; মাজমাউল আনহুর ২/২৬৫; আলবাহরুর রায়েক ৪/১১০; রদ্দুল মুহতার ৩/৭২৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন