শাওয়াল ১৪৪২ || মে ২০২১

উবায়দুল্লাহ - কুমিল্লা

৫৩৫৮. প্রশ্ন

আমাদের মসজিদে ট্যাংকের পানি দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, পরে দেখা গেল তাতে একটি মেঠো ইঁদুর পড়ে আছে এবং ফুলে গেছে। এমতাবস্থায় উক্ত পানি দিয়ে অযু করে আদায়কৃত নামাযের হুকুম কী?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ইঁদুর কখন পড়েছে তা যদি জানা যায়, তাহলে তখন থেকে উক্ত পানি দ্বারা অযু-গোসল করে যেসকল ফরয ও ওয়াজিব নামায আদায় করা হয়েছে তা পুনরায় পড়ে নিতে হবে। কিন্তু ইঁদুর পড়ার সময় যদি জানা না যায়, তাহলে সেক্ষেত্রে ইঁদুর পড়ার বিষয়টি অবগত হওয়ার সময় থেকে পেছনের তিন দিন, তিন রাত পর্যন্ত উক্ত পানি দ্বারা অযু-গোসল করে যেসকল ফরয বা ওয়াজিব নামায আদায় করা হয়েছে সেই নামাযগুলো পুনরায় পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২৭; আলমাবসূত, সারাখসী ১/৫৯; বাদায়েউস সানায়ে ১/২২৯; আলহাবিল কুদসী ১/১০১; খুলাসাতুল ফাতাওয়া ১/১১; শরহুল মুনইয়া, পৃ. ১৬০; আদ্দুররুল মুখতার ১/২১৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন