মুহাররম ১৪২৯ || জানুয়ারি ২০০৮

জুয়েল - গৌরীপুর, ময়মনসিংহ

১১৭২. প্রশ্ন

জনাব, মাসিক আল কাউসার ডিসেম্বর ২০০৭ ইং সংখ্যায় শাবাব সোসাইটি নামে একটি বিজ্ঞাপন দেখতে পাই যার শ্লোগান হচ্ছে, শরীআহ পরিপালনে অঙ্গীকারাবদ্ধ এবং সেখানে দ্বীনদার শ্রেণীর লোকদেরকে প্রতিনিধি নিয়োগ দেয়ার আহবান করা হচ্ছে। এখন আমার জানার বিষয় হল, আপনার জানামতে উক্ত সোসাইটি আসলেই শরীয়তসম্মতভাবে পরিচালিত হচ্ছে কি? আমরা কি উক্ত সোসাইটির সদস্য বা প্রতিনিধি হতে পারব? সঠিক সিদ্ধান্ত দিয়ে উপকৃত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত শাবাব সোসাইটি সম্পর্কে আমরা অবগত নই। তারা শরঈ নীতিমালা অনুসরণ করে কি না তাও জানা নেই।

উল্লেখ্য, বিজ্ঞাপনের বিষয়বস্ত্ত বিস্তারিত যাচাই-বাছাই করা একটি পত্রিকা কর্তৃপক্ষের জন্য যে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠে না, এ কথা সবাই জানেন। তবুও আলকাউসার বিজ্ঞাপন প্রচারে শুরু থেকেই সম্ভাব্য সতর্কতা পালন করে আসছে। প্রশ্নোক্ত বিজ্ঞাপনটি সময় স্বল্পতার কারণে বিজ্ঞাপন বিভাগের লোকজন কর্তৃপক্ষকে না দেখিয়েই ছেপে দিয়েছেন। ভবিষ্যতে আলকাউসার এ বিষয়ে আরো সতর্ক থাকবে ইনশাআল্লাহ।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন