মুহাররম ১৪২৯ || জানুয়ারি ২০০৮

আকলিমা সুলতানা - কুমিল্লা

১১৬৭. প্রশ্ন

আমি হজ্জের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পর আমার ছেলে আমাকে একটি সোনার হার দিয়েছে। এখন আমি জানতে চাই ইহরাম অবস্থায় আমি ঐ হার পরতে পারবো কি না?

উত্তর

হাঁ, ইহরাম অবস্থায় আপনি ঐ হার পরতে পারবেন। ইহরাম অবস্থায় মহিলাদের জন্য অলংকার পরিধান করা দোষণীয় নয়।

-সহীহ বুখারী ১/২০৯, মুসান্নাফ ইবন আবি শাইবা ৪/৩৬৭, বাদায়েউস সানায়ে ২/৪১০, মানাসিকে মোল্লাআলী ১১৫, রদ্দুল মুহতার ২/৫২৮, ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন