সফর ১৪২৯ || ফেব্রুয়ারি ২০০৮

ফাতিমা খাতুন - উত্তরা, ঢাকা-১২৩০

১১৭৫. প্রশ্ন

শুনেছি পশ্চিম দিকে পা রেখে শোয়া নাকি হারাম। যদি হারাম না হয় তাহলে কী হবে? দয়া করে বলুন।

উত্তর

কোন ওযর ব্যতীত কিবলার দিকে পা দিয়ে শোয়া মাকরূহ। এতে কিবলার আদব রক্ষা হয় না।

-রদ্দুল মুহতার ১/৬৫৫, ফাতহুল কাদীর ১/৩৬৬, হাশিয়াতুত তাহতাবী ১/২৯১, আল-ইনায়া ১/৩৬৭, আলবাহরুর রায়েক ২/৩৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন