রবিউল আউয়াল ১৪২৯ || মার্চ ২০০৮

হাফিজ আব্দুল্লাহ আলমাসরুক - পশ্চিম ভাগ, দক্ষিণ সুরমা, সিলেট

১২২২. প্রশ্ন

....

উত্তর

আমরা আপনার চিঠি মনোযোগ দিয়ে পড়েছি। নিঃসন্দেহে দুনিয়ার এই যিন্দেগিতে আপনাকে বহু কষ্ট স্বীকার করতে হবে। যার প্রতিদান আপনি পাবেন পরকালীন যিন্দেগিতে। অবশ্য ভবিষ্যতে দুনিয়াতেই এর বরকত ও ফল প্রত্যক্ষ করতে পারবেন।

আল্লাহ তাআলা আপনাকে হাফেয বানিয়েছেন এখন আপনি মাদরাসায়ও পড়ালেখা করছেন। এটা মামুলি কথা নয়, বরং তা আল্লাহ তাআলার মস্তবড় এক নেয়ামত। এর জন্য যতই শুকরিয়া আদায় করা হোক না কেন তা অতি নগন্য।

এখন আপনার যা করণীয় তা হচ্ছে, প্রথম ছুটি চাই তা সাপ্তাহিক ছুটিই হোক- বাড়িতে চলে যাবেন এবং মায়ের খেদমতে হাজির হয়ে এতদিনের অনুপস্থিতির জন্য ক্ষমা চাইবেন, তার কলিজা ঠান্ডা করবেন। এতে কোন সন্দেহ নেই যে, আপনি যখন তাঁকে খুশি করতে পারবেন তখন আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। আল্লাহ তাআলার অনুগ্রহের দ্বার আপনি উন্মুক্ত দেখতে পাবেন।

আপনি প্রতিদিন ইশরাক বা চাশতের সময় চার রাকাত করে নফল নামায আদায় করবেন এবং যখনই সুযোগ আসে তখনই যে পরিমাণেই হোক দুআ ইউনূস حسبنا الله ونعم الوكيل، يا مغني، يا باسط এবং يا رزاق পাঠ করতে থাকবেন। এগুলোর মধ্যে যেকোন একটি দুআ নির্দিষ্ট করেও আমল করতে পারেন। পরিমাণ কম হোক কিন্তু মনোযোগের সাথে পড়া চাই। আমরা আপনার জন্য দুআ করছি এবং ভবিষ্যতেও অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন