রবিউল আউয়াল ১৪২৯ || মার্চ ২০০৮

সাইফুল্লাহ - ফেনী

১২১৬. প্রশ্ন

আযান বা ইকামতের কোন বাক্য ভুলে ছুটে গেলে আযান বা ইকামত কি পুনরায় দিতে হবে?

উত্তর

আযান বা ইকামতের কোন বাক্য ছুটে গেলে আযান বা ইকামত চলা অবস্থায় অথবা আযান বা ইকামত শেষ হওয়ার পরক্ষণেই যদি স্মরণ হয়, তাহলে ছুটে যাওয়া বাক্য থেকে অবশিষ্টাংশ পুনরায় বলতে হবে। আর আযান বা ইকামত শেষ হওয়ার সাথে সাথে স্মরণ না হয়ে কিছু বিলম্বে স্মরণ হলে আযান বা ইকামত পুনরায় শুরু থেকে দিতে হবে। উল্লেখ্য, ছুটে যাওয়া বাক্যটি যদি আসসালাতু খাইরুম মিনান নাউম হয় তাহলে তা আযানের ভেতরে কিংবা পরপর স্মরণ হলে ওই বাক্য থেকে পুনরায় আযান দেওয়া ভাল। কিন্তু যদি আযান শেষে বিলম্বে স্মরণ হয়, তবে এক্ষেত্রে পুনরায় আযান দোহরানোর দরকার নেই। বরং আগের আযানই যথেষ্ট হবে।

-মাবসুতে সারাখসী ১/১৩৯, বাদায়েউস সানায়ে ১/৪৬৯, খুলাসাতুল ফাতাওয়া ১/৪৯, ফাতাওয়া তাতার খানিয়া ১/৫২৩, শরহুল মুনিয়া ৩৭৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন