সফর ১৪৩২ || জানুয়ারী ২০১১

মুহাম্মাদ আবদুল মজীদ - রংপুর

২১০৪. প্রশ্ন

শাশুড়ির মামার সাথে দেখা সাক্ষাত করা যাবে কি?

উত্তর

শাশুড়ির মামা মাহরাম নয়। তাই তার সাথে দেখা সাক্ষাত করা জায়েয হবে না।

সূরা নিসা : ২২-২৪; তাফসীরে কুরতুবী ৫/১০৩; তাফসীরে ইবনে কাসীর ১/৭১১; আলমুফাসসাল, মাদ্দাহ : ৫৪৫২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন