শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মুহাম্মাদ মিজানুর রহমান - ঢালকানগর, ঢাকা

১৪১২. প্রশ্ন

যোহরের সুন্নত শুরু করার পর জামাত দাড়িয়ে গেলে সুন্নত পড়ে জামাতে শরিক হবে? নাকি দুরাকাত পড়ে জামাতে শরিক হবে?

উত্তর

প্রশ্নোক্ত বিষয়ে ফুকাহায়ে কেরামের দুধরনের বক্তব্য রয়েছে। তবে প্রমাণাদির আলোকে সর্বাধিক গ্রহণযোগ্য বক্তব্য হল, দুরাকাত শেষ করেই জামাতে শরিক হয়ে যাবে। তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে না। তবে তৃতীয় রাকাতের জন্য দাড়িয়ে গেলে চার রাকাত পূর্ণ করে জামাতে শরিক হবে।

-মাবসূতে সারাখসী ১/১৫৯; শরহুল মুনিয়্যাহ ৩৯৪; আলবাহরুর রায়েক ১/৩৩৭; রদ্দুল মুহতার ২/১৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন