শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মুহাম্মাদ মানযুরে মাওলা - যশোর

১৪১১. প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাযে ভুলে সূরা ফাতেহার প্রথম আয়াত জোরে পড়েছেন। এরপর আবার সাহু সিজদাও করেছেন। তার সাহু সিজদা করা কি ঠিক হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয়নি। প্রয়োজন ছাড়া সাহু সিজদা দেওয়া ঠিক নয়। তবে এর কারণে নামায নষ্ট হবে না। নামায আদায় হয়ে যাবে।

-মিরকাত শরহে মিশকাত ২/২৮৯; ফাতহুল মুলহিম ২/৭৭; ইলাউস সুনান ৭/১৯১; শরহুল মুনিয়্যাহ ৭৫৭; আদ্দুররুল মুখতার ২/৮১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন