শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

আবদুল্লাহ - ঢাকা

১৪০৬. প্রশ্ন

নামাযে মহিলাদের মাথার দুচারটি চুল বের হয়ে গেলে কোনো অসুবিধা হবে কি? মহিলাদের মাথার চুলের কতটুকু অংশ বের হলে নামায নষ্ট হয়ে যাবে?

উত্তর

নামাযে মহিলাদের মাথার সমস্ত চুলের এক চতুর্থাংশ বা তার বেশি এক রোকন (অর্থাৎ তিনবার সুবহানা রাবিবআল আযীম বলা) পরিমাণ সময় অনাবৃত থাকলে নামায নষ্ট হয়ে যায়। দুচারটি চুল বের হয়ে গেলে নামায নষ্ট হয় না। তবে শুরু থেকে এভাবে পূর্ণ মাথা ঢেকে নামাযে দাড়াতে হবে যেন চুলের কোনো অংশই বের না হয়।

-আল মুহীতুল বুরহানী ২/১৫; ফাতহুল কাদীর ১/২২৬-২; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪১৪; হিদায়া ১/৯৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন