যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ ইলিয়াস মোল্লা - মিরপুর

১৪৭০. প্রশ্ন

আমরা নাবালেগ অবস্থায় অনেক সময় রোযা রেখেছি। আবার মাঝে মধ্যে রোযা রেখে পরে ভেঙ্গে ফেলেছি। এখানে আমার জানার বিষয় হল, যে সমস্ত রোযা আমরা নাবালেগ অবস্থায় রেখে পরে ভেঙ্গে ফেলেছি এগুলোর কাযা করা লাগবে কি না? জানালে উপকৃত হব।

উত্তর

নাবালেগ অবস্থায় যে রোযা ভেঙ্গে ফেলা হয়েছে বালেগ হওয়ার পর তার কাযা করা লাগবে না।

-জামিউ আহকামিস সিগার ১/৫৯; রদ্দুল মুহতার ২/৪০৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন