যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ ফারুক - ঢাকা

১৪৬০. প্রশ্ন

আমি দুটি গরু কুরবানী করে থাকি। এবছর কুরবানীর জন্য একটি গাভি ক্রয় করেছি। এখন চাচ্ছি যে, ওই গাভিটি কুরবানী না করে তার পরিবর্তে অপর একটি গাভি কুরবানী করব এবং গাভিটি দুধের জন্য রেখে দিব।

এখন আমার প্রশ্ন হল, একাজটি জায়েয হবে কি? নাকি পূর্বের গাভিটিই কুরবানী করতে হবে? উল্লেখ্য, আমার উপর কুরবানী ওয়াজিব।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য এ গাভিটিই কুরবানী করা উত্তম। অবশ্য এটি রেখে দিয়ে পরিবর্তে অন্য গাভিও কুরবানী করা জায়েয। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, পরের গরুটিও যেন এ গাভির মতো বা তার চেয়ে হৃষ্টপুষ্ট হয় এবং দামেও যেন তার বরাবর বা  বেশি হয়। আর যদি দ্বিতীয়টির মূল্য প্রথমটার থেকে কম হয় তাহলে অতিরিক্ত টাকা সদকা করে  দেওয়া ভালো।

-মাবসূত সারাখসী ১১/১৩; তাকমিলাতুল বাহর ৮/১৭৫; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৮; আদ্দুররুল মুখতার ৬/৩২৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন