যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

হাবীবা বিনতে আবদুস সামাদ - ৯৭/৮ পাটগুদাম, ব্রীজ মোড়, ময়মনসিংহ

১৪৫০. প্রশ্ন

যাকাতের জিনিস নিজের কাছে থাকা অবস্থায় সময়ের পূর্বেই যাকাত দিলে যাকাত আদায় হবে কি?

উত্তর

হাঁ, যাকাতের নেসাব পরিমাণ সম্পদ থাকলে বছর পূর্ণ হওয়ার আগেও যাকাত আদায় করে দেওয়া জায়েয।

-ফাতহুল কাদীর ২/১৫৪; বাদায়েউস সানায়ে ২/১৬৪; আলবাহরুর রায়েক ২/২২৪; আদ্দুররুল মুখতার ২/২৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন