যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুসাম্মাৎ হাবীবা মাসরুরা - মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা <br> গলগন্ডা, সদর, মোমেনশাহী

১৪৪৮. প্রশ্ন

এক ব্যক্তির (যায়েদ) ছয় ছেলে। তাদের প্রথম দুই ছেলে ইন্তেকাল করেছেন। তাদের সন্তানাদিও রয়েছে। উক্ত ব্যক্তি তার ছয় ছেলের মাঝে জীবদ্দশায় সমস্ত সম্পত্তি বন্টন করে দিয়েছেন। তবে বাড়ির কিছু জমি রয়েছে, যা এখনও বন্টন করা হয়নি। এমতাবস্থায় উক্ত ব্যক্তি অর্থাৎ দাদা মারা গিয়েছে। কিন্তু মৃত ছেলের যে সম্পত্তি নাতীদের নিকট রয়েছে তা হতে দাদা (যায়েদ) তার প্রাপ্য অংশ নেয়নি। এখন উক্ত নাতীর চাচা যারা রয়েছেন তারা তাদের পিতা অর্থাৎ যায়েদের যে অংশটুকু নাতীদের নিকট বা চাচাদের ভাতিজাদের নিকট রয়েছে তাদের থেকে নিতে চাচ্ছে। এখন প্রশ্ন হল, পিতা দাদার আগে মারা গেলে নাতীরা দাদার অংশ পাবে কি না? আর চাচাদের জন্য ভাতিজাদের থেকে তাদের পিতা যায়েদের সম্পত্তি চাওয়াটা কতটুকু শরীয়তসম্মত?

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী মৃত ছেলের অংশ থেকে পিতা ষষ্ঠাংশের হকদার। যদি পিতার জীবদ্দশায় তার এ প্রাপ্য নাতীদের জন্য ছেড়ে দিয়েছেন, তিনি আর নিবেন না এমন কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে দাদার এ অংশ ওয়ারিশসূত্রে কেউ দাবি করতে পারবে না। কিন্তু যদি এমন কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে জীবদ্দশায় তা বুঝে না নিলেও এ পরিমাণ অংশের মালিক তিনি ছিলেন বলে ধর্তব্য হবে। এবং এ পরিমাণ সম্পদের উপর মিরাসও জারি হবে। সুতরাং এ ষষ্ঠাংশ যদি এখনও নাতীদের কাছেই থাকে তবে মৃতের ওয়ারিছদের জন্য মৃতের নাতীদের কাছ থেকে ঐ ষষ্ঠাংশ দাবি করা শরীয়তসম্মত। ঐ সম্পত্তি চাচাদেরকে বুঝিয়ে দেওয়া নাতীদের কর্তব্য।

আর দাদার মৃত্যুর সময় যেহেতু তার চার ছেলে জীবিত ছিল তাই দাদার মৃত্যুর পূর্বে যে দুই ছেলে মারা গেছে তাদের সন্তানাদি দাদার রেখে যাওয়া সম্পত্তির হকদার হবে না।

-সূরা নিসা ১২; সহীহ বুখারী ২/৯৯৭; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৮; খুলাসাতুল ফাতাওয়া ২/২১২; সহীহ বুখারী ২/৯৯৭; আলমুহীতুল বুরহানী ২৩/৩০৭; তাবয়ীনুল হাকায়েক ৬/২৩৮; তাকমিলাতুল বাহর ৮/৪৯৮; আদদুররুল মুখতার ৬/৭৭৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন