যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ আবদুল্লাহ - বাবর রোড, মুহাম্মাদপুর, ঢাকা

১৪৪৪. প্রশ্ন

সৎ মায়ের বোন অর্থাৎ খালা এবং সৎ মায়ের ভাই মামার সাথে দেখা দেওয়া জায়েয কি না?

উত্তর

সৎ মায়ের বোন এবং ভাই মাহরাম নয়। সুতরাং তাদের সাথে দেখা-সাক্ষাত জায়েয নয়।

-সূরা নিসা ৩৪; আহকামুল কুরআন জাসসাস ২/১৩৯ ; আলবাহরুর রায়েক ৩/১৬৪; ইমদাদুল আহকাম ২/২৪৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন