যিলকদ ১৪২৯ || নভেম্বর ২০০৮

মুহাম্মাদ আহসান হাবীব - বরিশাল

১৪৪০. প্রশ্ন

আমি ঢাকার এক মাদরাসা থেকে পড়াশুনা শেষ করেছি। রমযানের আগেই ঢাকার একটি মাদরাসায় চাকুরি ঠিক হয়েছে। মাদরাসা থেকে আসবাবপত্র এনে ঢাকার বাসায় রেখেছি। রমযান শেষে মাদরাসায় নিয়ে যাব। আমার বাড়ি বরিশাল। জানতে চাই, মাদরাসা থেকে মালপত্র আনার দ্বারা কি আমার ওয়াতনে একামত বাতিল হয়ে গেছে? আমি যদি এখন ঢাকা থেকে বাইরে যাই সফরের দূরত্বে কিংবা তার চেয়ে কম। এরপর আবার ঢাকায় ১/২ দিনের জন্য আসি তখন আমি মুসাফির না মুকীম?

উত্তর

প্রশ্নোক্ত অবস্থায় ঢাকা শহরে আপনি এখনও মুকীম। ঢাকা শহর আপনার ওয়াতনে ইকামত হিসাবে বহাল রয়েছে। মালপত্র মাদরাসা থেকে বাসায় স্থানান্তরের কারণে হুকুমের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সুতরাং ঢাকা থেকে বাইরে গিয়ে আবার অল্প সময়ের জন্য ঢাকায় আসলেও আপনি মুকীম গণ্য হবেন।

-আলবাহরুর রায়েক ২/১৩৬; মাজমাউল আনহুর ১/২৪৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন