মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

আরীফ মাহমুদ - নারায়ণগঞ্জ

৪২০৫. প্রশ্ন

মাঝেমধ্যেই আমাদের এমন হয় যে, ঢাকার ভেতর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সিটিং বাসে উঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের থেকে ভাড়া নিয়ে নেয়। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছার আগেই গাড়িটিকে আইনি কোনো কারণে পুলিশ আটকে ফেলে বা অন্য কোনো জটিলতার কারণে গাড়িটি আর সামনে যাবে না। সে সময় আমরা অবশিষ্ট ভাড়া ফেরত চাইলে কর্তৃপক্ষ তা আর দিতে চায় না।

জানতে চাই, আমাদের জন্য উপরোক্ত অবস্থায় অবশিষ্ট ভাড়া ফেরত চাওয়া বৈধ কি? যদি বৈধ হয় তাহলে কর্তৃপক্ষ কি তা ফিরিয়ে দিতে বাধ্য? জানালে উপকৃত হব।

উত্তর

যাত্রী থেকে নির্ধারিত স্থানের ভাড়া নেয়ার পর পথিমধ্যে গাড়ি নষ্ট হয়ে গেলে অর্থাৎ কোনো কারণে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব না হলে যে পরিমাণ অতিক্রম করে এসেছে শুধু ততটুকুর ভাড়া রাখতে পারবে। এক্ষেত্রে বাকি টাকা যাত্রীকে ফেরত দেওয়া বাসওয়ালাদের কর্তব্য। তাই বাকি টাকা ফেরত দিতে গড়িমসি করা ঠিক নয়।

-আলমাবসূত, সারাখসী ১৫/১৭৮; আলমুহীতুল বুরহানী ১১/২২৩; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা : ৫৩৯; শরহুল মাজাল্লাহ ২/৬৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন