মুহাররম ১৪৩৯ || অক্টোবর ২০১৭

ইলিয়াস - বরগুনা

৪২০৪. প্রশ্ন

আমি একটি কোম্পানিতে চাকরি করি। চাকরির সুবাদে আমাকে প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই কোম্পানি থেকে আমার চলাচলের জন্য একটি মোটর সাইকেল দেওয়া হয়েছে। দুই মাস আগে একদিন আমি অফিসে যাচ্ছিলাম। বৃষ্টির কারণে পথ পিচ্ছিল ছিল। তখন অন্য একটি মোটর সাইকেলের ধাক্কায় আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং পথও পিচ্ছিল হওয়ার কারণে বড় রকমের দূর্ঘটনা ঘটে। দুই মাস চিকিৎসার পর এখন আমি আবার অফিসে জয়েন করতে গেলে তারা বলল, তারা আমাকে যে মোটর সাইকেলটি ব্যবহার করতে দিয়েছিল, যা এক্সিডেন্টে নষ্ট হয়েছে, সেটা ঠিক করতে যত টাকা লেগেছে তার ২৫% টাকা যেন

আমি জরিমানাসূলভ তাদেরকে দেই। আমি জানতে চাচ্ছি, এখানে তো আমার কোনো দোষের কারণে এক্সিডেন্ট হয়নি, তবুও কি আমি জরিমানা দিতে বাধ্য?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি মোটর সাইকেলটি নষ্ট হওয়ার পেছনে আপনার দোষ না থাকে তাহলে আপনি জরিমানা হিসেবে কোনো কিছু দিতে বাধ্য নন। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের জন্যও জরিমানা হিসেবে কোনো টাকা নেওয়া বৈধ হবে না। কিন্তু যদি আপনার ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকে তাহলে কোম্পানির জন্য আপনার থেকে ক্ষতিপূরণ নেওয়া জায়েয হবে।

-আলমুহীতুল বুরহানী ১২/৩৯; বাদায়েউস সানায়ে ৪/৭৪; আলমাবসূত, সারাখসী ১৬/১১; আলবাহরুর রায়েক ৮/৩০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন