মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ আবদুর রশীদ - ভোলা

১৫১৬. প্রশ্ন

আমি এক মাদরাসার খেদমতে আছি। বছরের বিভিন্ন সময়ে মাদরাসা যখন ছুটি থাকে যেমন, রমযানের ছুটি, ঈদের ছুটি, পরীক্ষার ছুটি। মাদরাসা কর্তৃপক্ষ আমাদেরকে এসব সময়ের বেতনও দিয়ে থাকেন। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এ সমস্ত বেতন দেওয়া এবং তা গ্রহণ করার হুকুম কী?

উত্তর

নিয়মিত চাকুরীজীবিদের ক্ষেত্রে  এসব ছুটির বেতন দেওয়াটা মাদরাসার বিধিতে থাকলে তা দেওয়া এবং চাকুরীজীবিদের জন্য তা গ্রহণ করা জায়েয হবে।

-আলআশবাহ ওয়ান নাযায়ির পৃ. ৪৭; রদ্দুল মুহতার ৪/৩৭২; শরহুল মাজাল্লা (খালিদ আতাসী) মাদ্দাহ ৪৯৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন