মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ ফখরুল ইসলাম - চৌমুহনী, ফেনী

১৫১৪. প্রশ্ন

আমার আববা দুই বিবাহ করেছেন। প্রথম ঘরে আমরা পাঁচ ভাই, চার বোন। দ্বিতীয় ঘরে তিন ভাই এক বোন। আববার কোনো চাষের জমি নেই। শুধু বসতভিটা হিসেবে ২৬ শতাংশ জায়গা ছিল। তিনি মৃত্যুর তিন বছর আগে পূর্ণ সুস্থ অবস্থায় আমাদের প্রথম ঘরের নয় ভাই-বোনকে ১৮ শতাংশ জায়গা দিয়ে দেন। আর দ্বিতীয় ঘরের চার ভাই-বোনকে ৮ শতাংশ জায়গা দেন। এতে তিনি ভাই-বোনকে সমান হারেই দিয়েছেন। এরপর আমরা তার জীবদ্দশাতেই নিজ নিজ অংশে ঘর করি এবং গাছ-গাছালি লাগাই। এখন আমাদের প্রশ্ন হল, আববাজানের এভাবে দেওয়ার কারণে আমরা তার জীবদ্দশায় উক্ত সম্পত্তির মালিক হয়েছি কি না? নাকি মিরাছী সম্পদ হিসেবে পুনরায় বন্টন করতে হবে? বোনদেরকে ভাইদের সমান দেওয়া হয়েছে তা কি ঠিক হয়েছে? নাকি পুনরায় অর্ধেক হারে বন্টন করে দিতে হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

উত্তর

পিতা কর্তৃক বন্টনের পর প্রত্যেকে নিজ নিজ অংশ বুঝে নেওয়ার দ্বারা সে তার অংশের মালিক হয়ে গেছে। পরবর্তীতে পিতার মৃত্যুর কারণে এ সকল জমি মিরাছী সম্পত্তি হিসেবে গণ্য হবে না। অতএব তা পুনরায় বন্টনও করতে হবে না। আর পিতার এ বন্টন যেহেতু দান তাই এক্ষেত্রে সকল ছেলে-মেয়েকে সমহারে দেওয়া ঠিক হয়েছে।

-সহীহ মুসলিম; তাকমিলাতু ফাতহিল মুলহিম ২/৭৪; আলবাহরুর রায়েক; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৯১; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৩৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪০০; আদ্দুররুল মুখতার ৫/৬৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন