মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ শহীদ - হাটহাজারী, চট্টগ্রাম

১৫০৪. প্রশ্ন

কোনো কোনো হোটেলে হাত মোছার জন্য পেপারের টুকরা দেওয়া হয়। জানার বিষয় হল, পেপারের টুকরা দিয়ে হাত মোছা যাবে কি না?

উত্তর

কাগজ ইলম অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর যথাযথ সম্মান করা কর্তব্য। তাই পেপারের টুকরা হাত মোছার কাজে ব্যবহার না করাই বাঞ্ছনীয়।

-আল মুহীতুল বুরহানী ৮/১২৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন