জুমাদাল আখিরাহ ১৪৩০ || জুন ২০০৯

মুহাম্মাদ আদনান বিন নোমান - ২১/১৭ শেওড়াপাড়া, ঢাকা

১৬৭৮. প্রশ্ন

আমি বিত্রের নামাযে ভুলবশত দুআ কুনূত না পড়ে রুকুতে চলে যাই। রুকুতে যাওয়ার পর যখন স্মরণ হল তখন চিন্তা-ভাবনা করে স্থির করি যে, রুকু থেকে উঠে কুনূত পড়ব। তাই আমি রুকু থেকে উঠে কুনূত পড়ে সেজদায় যাই এবং নামায শেষে সাহু সিজদা করি। জানতে চাই, আমার নামায শুদ্ধ হয়েছে কি?

উত্তর

দুআ কুনূতের স্থান রুকুর পূর্বে। ভুলবশত ছুটে গেলে নিয়ম হল, সাহু সিজদা করা। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে রুকু থেকে উঠে কুনূত পড়া নিয়ম পরিপন্থী হয়েছে। তবে এতে নামায ফাসেদ হয়নি। আর যথাসময়ে না পড়ার কারণে যে ত্রুটি হয়েছিল তা সাহু সিজদা দ্বারা পূরণ হয়েছে এবং নামাযটি আদায় হয়ে গেছে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১১১ ও ১৩১; আলবাহরুর রায়েক ২/৪২; শরহুল মুনিয়্যাহ পৃ. ৪৬৫; ফাতাওয়া তাতারখানিয়া ১/৬৭৩; আদ্দুররুল মুখতার ২/৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন