জুমাদাল আখিরাহ ১৪৩০ || জুন ২০০৯

মুহাম্মাদ আবুল কাশেম - বি.বাড়িয়া

১৬৭৭. প্রশ্ন

এক ব্যক্তির ডান পা মারাত্মকভাবে যখম হয়েছে। ডাক্তার তার পা ব্যান্ডেজ করে দিয়েছে। তাই তিনি অজু করার সময় ব্যান্ডেজের উপর মাসহ করে নামায পড়েন। জানার বিষয় হল, তাকে যদি ফরয নামাযের ইমাম বানানো হয় আর সুস্থ লোকজন তার ইকতিদা করে তাহলে কি সুস্থ লোকদের নামায সহীহ হবে?

উত্তর

হ্যাঁ, সুস্থ লোকদের জন্য ঐ ব্যক্তির পিছনে ইকতিদা করা জায়েয হবে। কারণ অযুর স্থানে ব্যান্ডেজের উপর মাসহকারী ব্যক্তির ইমামতি সহীহ। তার পিছনে অযুকারী ব্যক্তির নামায পড়তে বাধা নেই। তবে এমন মাজুর ব্যক্তি যার ক্ষত থেকে রক্ত বা পুঁজ ঝরতে থাকে সে ইমামতির যোগ্য নয়। তার পিছনে সুস্থ লোকদের ইকতিদা সহীহ হবে না।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৮৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৪৭; বাদায়েউস সানায়ে ১/৩৫৫; আলবাহরুর রায়েক ১/৩৬৪; আলমুহীতুল বুরহানী ২/১৮৫; আননাহরুল ফায়েক ১/২৫৪; হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/২৫২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন