শাবান-রমযান ১৪৪২ || মার্চ-এপ্রিল ২০২১

আব্দুল্লাহ বিন শফিক - নড়াইল

৫৩৫৫. প্রশ্ন

আমাদের দেশে বিভিন্ন মোবাইল-সিম কোম্পানি গ্রাহকদের মোবাইল লোন-সুবিধা দেয়। প্রয়োজনের সময় তাদের থেকে ব্যালেন্স লোন মিনিট বা ইন্টারনেট লোন পাওয়া যায়। এক্ষেত্রে লোন পরিশোধের সময় তারা অতিরিক্ত টাকা কেটে নেয়। যেমন ১৭.৩৩ টাকা ব্যালেন্স লোন দিয়ে পরিশোধের সময় ২০ টাকা কেটে নেয়। আমার কাছে এটি সুদ ও নাজায়েয মনে হয়। কারণ ১৭.৩৩ টাকা ব্যালেন্সের বিনিময়ে ২.৬৭ টাকা বেশি পরিশোধ করতে হয়। কিন্তু কয়েকদিন আগে একজন মাদরাসা ছাত্রের সাথে কথা হলে সে বলল, ‘এ লোন নেওয়া বৈধ, সুদ বা নাজায়েয নয়।

হুজুরের কাছে বিষয়টির আসল সমাধান জানতে চাচ্ছি। আশা করি বিস্তারিত জানাবেন।

উত্তর

মোবাইল ব্যালেন্সে উক্ত সুবিধা গ্রহণকে লোন নাম দেওয়া হলেও এটি মূলত পোস্ট পেইড ব্যবহারের মতই। যাতে আগে ব্যবহার করে পরে টাকা পরিশোধ করতে হয়। এতে খারাপ দিকটা হল এক্ষেত্রে তারা চার্জ বা এসএমএস ফি তুলনামূলক বেশি নেয়। সামান্য সুবিধা দিয়ে এত বেশি মূল্য নেওয়া নেহায়েত অন্যায় কাজ। তবে কোম্পানির জন্য তা সমীচীন না হলেও ব্যবহারকারীর জন্য লোনসুবিধা নিয়ে সেবা গ্রহণ করার অবকাশ রয়েছে। এটি নাজায়েয হবে না।

Ñকিতাবুল আছল ২/৪৫৪; আলমাবসূত, সারাখসী ১৩/৭; ফাতহুল কাদীর ৬/১৫৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন