শাবান-রমযান ১৪৪২ || মার্চ-এপ্রিল ২০২১

শিহাবুদ্দীন - সাভার, ঢাকা

৫৩৪২. প্রশ্ন

আমি একদিন প্রাইভেট কারে বাসা থেকে মাদরাসায় যাচ্ছিলাম। গাড়িতে উঠে কুরআন তিলাওয়াত শুরু করলাম। তখন একটি সিজদার আয়াত দুই-তিন বার পড়লাম। এক্ষেত্রে কি প্রত্যেকবার তিলাওয়াতের কারণে স্বতন্ত্র সিজদা আবশ্যক হবে। নাকি একটি সিজদা করলে যথেষ্ট হয়ে যাবে?

উত্তর

একই স্থানে থেকে একটি সিজদার আয়াত বারবার পড়লেও একটি সিজদাই আদায় করতে হয়। তাই গাড়িতে একটি সিজদার আয়াত বারবার তিলাওয়াত করলে প্রত্যেকবার তিলাওয়াতের জন্য স্বতন্ত্র সিজদা আবশ্যক হবে না; বরং একটি সিজদাই আদায় করবে।

Ñআলমাবসূত, সারাখসী ২/১৪; বাদায়েউস সানায়ে ১/৪৩৩; আলমুহীতুল বুরহানী ২/৩৭০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৪; আদ্দুররুল মুখতার ২/১১৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন