রজব ১৪৪২ || ফেব্রুয়ারি ২০২১

মুহাম্মাদ তাকী - চট্টগ্রাম

৫৩১০. প্রশ্ন

কোনো মাসবুক যদি বিতিরের তৃতীয় রাকাতের রুকুতে ইমামের সঙ্গে শরীক হয় তাহলে কি তাকে নিজ তৃতীয় রাকাতেও দুআ কুনূত পড়তে হবে?

উত্তর

বিতিরের তৃতীয় রাকাতের রুকুতে জামাতে শরীক হলে উক্ত রাকাত পাওয়ার কারণে কুনূত পেয়েছে বলে ধর্তব্য হবে। তাই সে তার ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় কুনূত পড়বে না।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৭১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৫; হালবাতুল মুজাল্লী ২/৩৮৫; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১১১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন