রবিউল আখির ১৪৪২ || ডিসেম্বর ২০২০

আবুল কালাম - বাংলাবাজার, ঢাকা

৫২৫১. প্রশ্ন

আমি দেশের একটি স্বনামধন্য অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠানে টাইপিস্টের চাকরি করি। মাঝেমাঝে আমাকে টাইপ করতে গিয়ে কুরআন শরীফের অন্যান্য আয়াতের পাশাপাশি সিজদার আয়াতও টাইপ করতে হয়।

তাই মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে, দেখে দেখে সিজদার আয়াত টাইপ করার কারণে কি আমাকে সিজদা করতে হবে

উত্তর

মুখে উচ্চারণ না করে শুধু দেখে দেখে সিজদার আয়াত টাইপ করলে সিজদা ওয়াজিব হবে না। সিজদা ওয়াজিব হওয়ার জন্য সিজদার আয়াত মৌখিকভাবে উচ্চারণ করা বা অন্য কোনো ব্যক্তি থেকে শোনা জরুরি।

তাই টাইপ করতে গিয়ে সিজদার আয়াত যদি মুখে উচ্চারণ হয়ে যায় তাহলে সিজদা ওয়াজিব হবে।

-আলমুহীতুল বুরহানী ২/৩৬২; আলবাহরুর রায়েক ২/১১৮; ফাতাওয়া খানিয়া ১/১৫৭; ফাতহুল কাদীর ১/৪৬৬; রদ্দুল মুহতার ২/১০৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন