রবিউল আউয়াল ১৪৪২ || নভেম্বর ২০২০

মাওলানা নোমান আহমদ - রিয়াদ, সৌদি আরব

৫২২৮. প্রশ্ন

আমি রিয়াদের মুহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটির একজন ছাত্র। আমাদের ভার্সিটি থেকে প্রায়ই ছাত্র জামাত ওমরার উদ্দেশ্যে মক্কায় গিয়ে থাকে। সুযোগ হলে আমিও তাদের সাথে শরীক হই। আমার সফরসঙ্গীরা তাদের হাম্বলী মাযহাব অনুযায়ী যাত্রাপথে বিরতি দিয়ে দুই ওয়াক্তের নামায একত্রে আদায় করে নেয়। কিন্তু আমাদের হানাফী মাযহাব অনুসারে যেহেতু দুই ওয়াক্তের নামায একত্রে পড়ার নিয়ম নেই, তাই আমি তাদের সাথে জামাতে শরীক না হয়ে শুধু ওয়াক্তের নামায একাকী পড়ি।

পরবর্তী ওয়াক্তের নামায সফরে বিরতি না হওয়ার কারণে বাধ্য হয়েই আমাকে কাযা করতে হয়। অবশ্য আমাকে অনেকে বলেছেন, তুমি চাইলে তাদের সাথে দুই ওয়াক্তের নামায একত্রে পড়তে পারো। আসলেই কি এভাবে দুই ওয়াক্তের নামায আমার জন্য একত্রে পড়ার সুযোগ রয়েছে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

এ কথা সবারই জানা যে, পাঁচ ওয়াক্ত নামাযের সময় সুনির্ধারিত রয়েছে। যদিও সফরের হালতে বিভিন্ন মাযহাবে ক্ষেত্রবিশেষে الجمع بين الصلاتين তথা দুই নামায একত্রে পড়ার সুযোগ রয়েছে। তথাপি সেটি তাদের নিকট আবশ্যকীয় নয়। কিন্তু হানাফী মাযহাবে এ ক্ষেত্রেও দুই ওয়াক্তের নামায একত্রে পড়ার সুযোগ নেই। আর এ বিষয়ে অন্যান্য মাযহাবের তুলনায় হানাফী মাযহাবের বক্তব্যই অধিক শক্তিশালী ও সতর্কতাপূর্ণ। সে হিসেবে সফর অবস্থায় আপনার জন্য প্রত্যেক ওয়াক্তের নামায ঐ ওয়াক্তে পড়াই জরুরি। তবে এক্ষেত্রে আপনি ওয়াক্তের নামায একাকী না পড়ে তাদের সাথে পড়ে নিতে পারেন। আর পরবর্তী ওয়াক্তের নামায সে ওয়াক্তের সময়ে পড়বেন। যদি তাদেরকে বলেও গাড়ি থামানো সম্ভব না হয় তাহলে গাড়িতে বসেই যেভাবে সম্ভব আদায় করে নেবেন। শুধু গাড়ির সফরের ওজরে ওয়াক্তের নামায আদায়ে বিলম্ব করা বৈধ নয়।

-কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনাহ ১/১১৩; শরহু মুখতাসারিত তাহাবী ২/১০১; আততাজরীদ, ইমাম কুদুরী ২/৯০৫; আলমাবসুত, সারাখসী ১/১৪৯; আদ্দুররুল মুখতার ২/৪০; আলবাহরুর রায়েক ১/২৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন