সফর ১৪৪২ || অক্টোবর ২০২০

মুস্তাফিজুর রহমান - সাভার, ঢাকা

৫২১৯. প্রশ্ন

আমার ছেলের বয়স চার বছর। একদিন রাতে সে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে ওঠার পর আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, ঘুমন্ত অবস্থায় কীভাবে যেন তার খৎনা করা হয়ে গেছে। কিন্তু খৎনা করার জন্য যে অতিরিক্ত চামড়াটুকু কেটে ফেলতে হয় তা পুরোপুরি কাটেনি; কিছু অংশ এখনো রয়ে গেছে। এমতাবস্থায় আমার ছেলের কি খৎনা আদায় হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে খৎনার জন্য যতটুকু কাটা আবশ্যক প্রায় এ পরিমাণ যদি কাটা হয়ে যায় তাহলে তার খৎনা স¤পন্ন হয়ে গেছে বলে ধর্তব্য হবে। সেক্ষেত্রে অবশিষ্ট চামড়াটুকু কেটে ফেলার প্রয়োজন নেই। আর যদি খৎনার জন্য যতটুকু কাটা জরুরি তা কাটা না হয়ে থাকে তাহলে পরিপূর্ণভাবে খৎনা স¤পন্ন করতে হবে।

-ফাতাওয়া খানিয়া ৩/৪০৯; আলবাহরুর রায়েক ৮/৫৫৩; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৫; মিনহাতুস সুলূক, পৃ. ৪২৬; আদ্দুররুল মুখতার ৬/৭৫১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন