মুহাররম ১৪৪২ || সেপ্টেম্বর ২০২০

জাবের মাহমুদ - ভোলা

৫১৭৯. প্রশ্ন

কয়েকদিন আগে আমাদের এলাকার চেয়ারম্যান মৃত্যুবরণ করেন। একটি হাইস্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। দূরাগত অনেক লোক যারা অযু করে আসেনি। অযুর অপেক্ষায় হাইস্কুলের টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে ছিল। জামাত শুরু হওয়ার পূর্বমুহূর্তে দেখলাম, তাদের অনেকেই তায়াম্মুম করে দ্রæত কাতারে দাঁড়িয়ে গেল।

জানার বিষয় হল, তাদের তায়াম্মুম করা কি ঠিক হয়েছে? পানি থাকতে তায়াম্মুম করলে কি নামায হয়?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদের জন্য তায়াম্মুম করে জানাযায় শরীক হওয়া ঠিক হয়েছে। কারণ, অযু করতে গেলে যদি জানাযার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়াম্মুম করে জামাতে শরীক হওয়া জায়েয আছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-

إذَا خِفْتَ أَنْ تَفُوتَكَ الْجنَازَةُ وَأَنْتَ عَلَى غَيْرِ وُضُوءٍ فَتَيَمّمْ وَصَلِّ.

তোমার যদি অযু না থাকে এবং অযু করতে গেলে জানাযা ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তায়াম্মুম করে জানাযা নামায পড়ে নিবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫৮৭)

-কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ৩৯৫; খিযানাতুল আকমাল ১/৪০; ফাতাওয়া খানিয়া ১/৪২; আলবাহরুর রায়েক ১/১৫৭; ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়া ১/৬৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন