মুহাররম ১৪৪২ || সেপ্টেম্বর ২০২০

ফারিহা রহমান - খুলনা

৫১৭৩. প্রশ্ন

আমার আট মাসের বাচ্চাকে খাটের উপর ঘুমন্ত রেখে আমি খাটের পাশে আসরের নামায পড়তে দাঁড়াই। ইতিমধ্যে ঘুম ভেঙ্গে গেলে বাচ্চা কাঁদতে শুরু করে এবং গড়াগড়ি করে খাটের পাশে চলে যায়। এ অবস্থা দেখে নিচে পড়ে যাওয়ার ভয়ে আমি নামায ছেড়ে দিয়ে বাচ্চাকে কোলে নিই।

জানার বিষয় হল, আমার উক্ত নামায ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে?

উত্তর

নামায অবস্থায় কাউকে কঠিন বিপদে পড়তে দেখলে এর থেকে তাকে বাঁচাতে নামায ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুকে এ থেকে হেফাযতের জন্য আপনার  নামায ছেড়ে দেওয়া ঠিক হয়েছে। পরবর্তীতে ঐ নামায আবার পড়ে নিতে হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, সামারকান্দী পৃ. ৬৯; আততাজনীস ওয়াল মাযীদ ১/৫২৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৭; ইমদাদুল ফাত্তাহ পৃ. ৪০৬; আদ্দুররুল মুখতার ১/৬৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন