শাওয়াল ১৪৪১ || জুন ২০২০

মূসা বিন বশীর - বংশাল, ঢাকা

৫১১৮. প্রশ্ন

আমার তিন সন্তান। ২৪ ও ১৮ বছর বয়সী দুই ছেলে এবং ৫ বছর বয়সী এক মেয়ে। বিগত বছরগুলোতে ঈদের আগে আমি ৩ সন্তান ও স্ত্রীসহ আমাদের ৫ জনের ফিতরা আদায় করে আসছি। গত রমযানে ঈদের আগের জুমায় খতীব সাহেব ফিতরার বিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, পিতার উপর তার প্রাপ্ত বয়ষ্ক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়। বিষয়টি আমি এই প্রথম শুনলাম। তাই মুহতারামের কাছে আমি খতীব সাহেবের উক্ত বক্তব্যের যথার্থতা সম্পর্কে জানতে চাচ্ছি। আমার জন্য কি আসলেও আমার প্রাপ্তবয়ষ্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা দেয়া ওয়াজিব নয়?

উত্তর

এতদিন আপনি স্ত্রী-সন্তানের পক্ষ থেকে যে ফিতরা আদায় করে আসছেন তা সহীহ হয়েছে। প্রাপ্ত বয়স্ক  সন্তানদেরটাও আদায় হয়েছে। তবে উক্ত খতীবের একথা ঠিক যে, বালেগ সন্তানদের ফিতরা আদায় করা পিতার জন্য আবশ্যক নয়। অবশ্য পিতা তাদের পক্ষ থেকে ফিতরা দিয়ে দিলে আদায় হয়ে যাবে।

-কিতাবুল আছল ২/১৭৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৫০; আলমুহীতুল বুরহানী ৩/৩৮৬; আলজাউহারাতুন নায়্যিরা ১/১৭১; রদ্দুল মুহতার ২/৩৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন