শাবান-রমযান-১৪৪১ || এপ্রিল- মে ২০২০

লাবিবা - নিলফামারী

৫০৮৪. প্রশ্ন

রমযান মাসে একদিন দুপুরে তীব্র গরমের কারণে আমি অস্বস্তি বোধ করছিলাম। তখন আমি এক গøাস পানি ও শরবত খেয়ে রোযা ভেঙে ফেলি। অবশ্য আমার রোযার কথা স্মরণ ছিল, আর না ভাঙলেও তেমন অসুবিধা হত না। এরপর বিকাল থেকে আমার ঋতু¯্রাব শুরু হয়। বিষয়টি আমাদের তালীমের আপাকে জানালে তিনি বলেছেন, ‘কাফফারা ওয়াজিব হয়নি, তবে রোযাটি কাযা করতে হবে।হুযূরের কাছে জানার বিষয় হল, আমার উক্ত রোযার কী হুকুম? আমাদের তালিমের আপা কি সঠিক বলেছেন?

উত্তর

আপনার জন্য এত সামান্য ওজরে রোযাটি ভেঙে ফেলা নাজায়েয হয়েছে। এজন্য আল্লাহ তাআলার দরবারে তওবা-ইস্তেগফার করতে হবে। এবং আপনাকে রোযাটি কাযা করে নিতে হবে। আর যেহেতু উক্ত দিনেই আপনার ঋতু¯্রাব শুরু হয়েছে তাই এক্ষেত্রে কাফ্ফারা আদায় করতে হবে না। কিন্তু পরবর্তীতে যদি ঋতু¯্রাব না আসত তাহলে কাফ্ফারাও জরুরি ছিল।

Ñকিতাবুল আছল ২/১৫৩; আলমাবসূত, সারাখসী ৩/৭৫; আততাজরীদ, কুদূরী ৩/১৫৬৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২৪; আলবাহরুর রায়েক ২/২৭৭; রদ্দুল মুহতার ২/৪০৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন