শাবান-রমযান-১৪৪১ || এপ্রিল- মে ২০২০

মিসবাহ - শেরপুর

৫০৭৫. প্রশ্ন

আমাদের মসজিদে প্রত্যেক নামাযে কয়েকজন করে মাসবুক হতে দেখা যায়। অনেক মাসবুককে দেখি ইমাম প্রথম সালাম ফিরানোর পরই বাকি নামায আদায়ের জন্য দাঁড়িয়ে যান। আবার অনেকে দ্বিতীয় সালামের পর দাঁড়ান। জানার বিষয় হল, মাসবুক বাকি নামায আদায়ের জন্য কখন দাঁড়াবে?

 

উত্তর

ইমামের উভয় সালামের পর মাসবুক অবশিষ্ট নামাযের জন্য দাঁড়াবে। তবে প্রথম সালামের পর দাঁড়ালেও নামায হয়ে যাবে। যদিও তা নিয়মসম্মত নয়।

Ñখুলাসাতুল ফাতাওয়া ১/১৬৮; আলহাবিল কুদসী ১/১৯৩; হালবাতুল মুজাল্লী ২/৪৬৪; আলবাহরুর রায়েক ১/৩৭৮; আদ্দুররুল মুখতার ১/৫৯৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন