রজব ১৪৪১ || মার্চ ২০২০

রুবেল হোসেন - নাটোর

৫০৫১. প্রশ্ন

বাড়িতে যাওয়ার সময় যাত্রাপথে আমাদের গাড়ি একটি হোটেলের সামনে থামে। হোটেলের বাইরে একটি অস্থায়ী স্টোর বসেছিল। সেখানে একটি নির্দিষ্ট কোম্পানীর পণ্য নির্ধারিত দামের চেয়ে ১০ টাকা বেশিতে বিক্রি করা হচ্ছিল। সাথে ছিল স্ক্র্যাচ কার্ড। পুরস্কার হিসাবে সাজানো ছিল রেইন কোর্ট, আকর্ষণীয় ছাতা ইত্যাদি। অনেকে লাভের আসায় ১০ টাকা বেশি দিয়ে পণ্যটি ক্রয় করছিল। অথচ সে একই পণ্য পাশের দোকানগুলোতে

নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, এ ধরনের ক্রয়-বিক্রয়ের বিধান কী? এরকম ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণে কোনো অসুবিধা আছে?

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী স্ক্র্যাচ কার্ডের আশায় স্বাভাবিক মূল্যের চেয়ে বেশি দামে পণ্য ক্রয়-বিক্রয় এক প্রকারের জুয়া। কেননা এখানে মানুষ অতিরিক্ত মূল্যে পণ্যটি খরিদ করছে পুরস্কার পাওয়ার আশায়। আর পুরস্কার পাওয়াটা অনিশ্চিত। ক্রেতা পুরস্কার পেতে পারে, নাও পেতে পারে। আবার পেলেও তা কম বা বেশি যে কোনো মূল্যের হতে পারে। যা মূলত জুয়ারই বৈশিষ্ট্য। তাই এই ধরনের ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণ থেকে বিরত থাকা আবশ্যক।

-মাআলিমুস সুনান ৩/৪০; ফাতহুল কাদীর ৪/২৮৪; আলফাতাওয়াশ শারইয়্যাহ ১১/৩৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন