রজব ১৪৪১ || মার্চ ২০২০

জোবায়ের আহমদ - গোপালগঞ্জ

৫০৪৮. প্রশ্ন

গোপালগঞ্জ শহরে আমার একটি মটর সাইকেলের শোরুম রয়েছে। আমার দোকানে প্রায়ই বিভিন্ন লোক সাহায্য চাওয়ার জন্য আসতে থাকে। আমি তাদেরকে টাকা দেওয়ার সময় যাকাতের নিয়ত করে দিই এবং তার হিসাব নির্ধারিত খাতায় লিখে রাখি। বছরের শেষে যখন আমার মোট সম্পদের যাকাত হিসাব করা হয়, তখন তা পূর্বের দেয়া টাকা যাকাতের নির্ধারিত পরিমাণের কম হলে (সাধারণত তাই হয়ে থাকে) বাকি টাকা আদায় করে দিই।

হুজুরের কাছে আমার জানার বিষয় হল, আমার এইভাবে যাকাত আদায় করা কি শরীয়তসম্মত হচ্ছে? বছর শেষ হওয়ার আগের বিভিন্নজনকে দেয়া টাকা আমার জন্য যাকাত হিসাবে গণ্য করা বৈধ হবে?

উত্তর

বছরের শুরুতে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর পূর্ণ হওয়ার পূর্বেই অগ্রিম যাকাত আদায় করা জায়েয আছে। সুতরাং প্রশ্নোক্ত পদ্ধতিতে আপনার দেয়া যাকাত সহীহভাবেই আদায় হয়েছে। হযরত আলী রা. থেকে বর্ণিত আছে-

أَنّ العَبّاسَ سَأَلَ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلّ، فَرَخّصَ لَهُ فِي ذَلِكَ.

‘হযরত আব্বাস রা. নবী কারীম সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লামকে বর্ষ পূর্ণ হওয়ার পূর্বে অগ্রিম যাকাত আদায় করার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি তাকে এ বিষয়ের অনুমতি প্রদান করেন।’ (জামে তিরমিযী, হাদীস ৬৭৮)

-কিতাবুল আছল ২/১২৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪১; আলমুহীতুল বুরহানী ৩/১৯১; ফাতহুল কাদীর ২/১৫৪; আলবাহরুর রায়েক ২/২২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন