রজব ১৪৪১ || মার্চ ২০২০

মিলন - কুষ্টিয়া

৫০৩৮. প্রশ্ন

আমি একজন রঙমিস্ত্রি। রঙের কাজ করে তারপিন ইত্যাদি দিয়ে হাত পরিষ্কার করার পরও অনেকসময় নখের কোণায় কিছু রঙ আটকে থাকে, যা উঠানো খুবই কষ্টকর। জানার বিষয় হল, এমন অবস্থায় আমার অযুর কী হুকুম? আমার অযু কি শুদ্ধ হবে?

উত্তর

রঙমিস্ত্রিদের যেহেতু এটা পেশা, নিয়মিতই তাদেরকে রঙের কাজ করতে হয়। পরিপূর্ণ পরিষ্কার করাও তাদের জন্য কষ্টসাধ্য। তাই সাধারণভাবে পরিষ্কার করার পরও যদি তাদের হাতে-পায়ে কিছু রঙ লেগে থাকে তাহলে সে অবস্থায়ও তাদের অযু শুদ্ধ হয়ে যায়। তাই আপনার এ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

-ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৮; হালবাতুল মুজাল্লী ১/১৫১; মারাকিল ফালাহ পৃ. ৩৫; আলবাহরুর রায়েক ১/৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন