জুমাদাল উলা ১৪৪১ || জানুয়ারি ২০২০

ওয়ালিউল আহাদ - কালশী, মিরপুর, ঢাকা

৪৯৯৫. প্রশ্ন

কয়েকদিন আগে আমি বাসায় নামায পড়ছিলাম। হঠাৎ আমার ছোট বাচ্চা পাশে এসে পেশাব করে দেয়। এদিকে নামাযে বিঘœতার আশঙ্কায় তার মা তাকে নিতে আসে। তখন আমি তার পেশাবের দিকে ইশারা করি। তবে জায়নামায এবং আমার গায়ে পেশাব লাগেনি। এই ইশারার কারণে কি নামায নষ্ট হয়ে গিয়েছে?

 

 

উত্তর

না, শুধু হাতের ইশারার কারণে নামায নষ্ট হয়নি। তবে নামাযে এমনটি করা খুশু-খুযু পরিপন্থী। যথা সম্ভব এ থেকে বিরত থাকতে হবে।

-সহীহ মুসলিম, হাদীস ৫৪০; শরহে মুসলিম, নববী ৫/২৭; কিতাবুল আছল ১/১৭৬; বাদায়েউস সানায়ে ১/৫৪৫; ফাতাওয়া খানিয়া ১/১৩৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন