সফর ১৪৪১ || অক্টোবর ২০১৯

মুহাম্মাদ আমীন - খুলনা

৪৯০০. প্রশ্ন

মুহতারাম, আমি মান্নত করেছিলাম, এ বছর আমার ফসল ভালো হলে শ্বশুর বাড়ির মাদরাসার গোরাবা ফান্ডে এক মন ধান দান করব। আল্লাহর রহমতে এ বছর আমার ফসল ভালো হয়েছে। কিন্তু বিশেষ কারণে অল্প কিছু ধান ছাড়া সবই বিক্রি করার প্রয়োজন হয়েছে। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, আমি কি এক মন ধানের সমমূল্য পরিমাণ টাকা সদকা করতে পারব? অনুরূপভাবে যে মাদরাসায় সদকা করার মান্নত করেছিলাম সেটা ছাড়া অন্য এক মাদরাসা, যা কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে হয়েছে, সেই মাদরাসার গোরাবা ফান্ডে (উক্ত টাকা) দান করতে পারব?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি এক মন ধানের মূল্য সদকা করলেও উক্ত মান্নত আদায় হয়ে যাবে। তদ্রƒপ বাড়ির পাশের নতুন মাদরাসার গোরাবা ফান্ডে অথবা অন্য কোনো গোরাবা ফান্ডে ঐ পরিমাণ ধান বা তার মূল্য দেওয়া যাবে। তবে যে মাদরাসায় সদকা করার মান্নত করেছিলেন সেই মাদরাসায় দেওয়া উত্তম হবে।

-বাদায়েউস সানায়ে ৪/২৩৪, ২৩৫; মুখতারাতুন নাওয়াযিল ২/২৪৭; ফাতাওয়া হিন্দিয়া ২/৬৬; আদ্দুররুল মুখতার ৩/৭৪১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন