যিলহজ্ব ১৪৪০ || আগস্ট ২০১৯

মুহাম্মাদ আবদুর রহমান - ঝিকোরগাছা, যশোর

৪৮৩৫. প্রশ্ন

আমি এক মসজিদের ইমাম। আমি জানি, সিজদার আয়াত যদি সূরার শেষে থাকে এবং সিজদার আয়াতের পর এক-দু আয়াত বাকি থাকে, তাহলে সূরা শেষ করে নামাযের রুকুর মাধ্যমে যদিও সিজদা আদায় হয়ে যায়, কিন্তু উত্তম হল, সিজদার আয়াত পড়ে ভিন্নভাবে সিজদা দেওয়া।

এক্ষেত্রে মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, ভিন্নভাবে সিজদা দেওয়ার পর দাঁড়িয়ে অবশিষ্ট এক-দু আয়াত পড়ে রুকু করবে? নাকি অন্য সূরা থেকে আরো কিছু আয়াত মিলিয়ে রুকু করবে?

আর যেসব সূরা সিজদার আয়াতের মাধ্যমে শেষ হয়, যেমন- সূরা ‘আলাক’। সেক্ষেত্রে যদি সূরা শেষ করে সিজদা করে এবং সিজদা থেকে দাঁড়িয়ে কিরাত না পড়েই রুকু সিজদার মাধ্যমে নামায শেষ করে তাহলে নামাযের কোনো ক্ষতি হবে কি না? দলীলসহ উক্ত বিষয়গুলোর সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

নামাযে সিজদার আয়াত পড়ে সিজদা করার পর দাঁড়িয়ে দুই/তিন আয়াত পড়ে রুকু করা মুস্তাহাব। এক্ষেত্রে পূর্বের সূরা শেষ হয়ে গেলে অন্য সূরা থেকেও পড়তে পারবে। তিলাওয়াতের সিজদা থেকে দাঁড়িয়ে কোনো আয়াত না পড়েই রুকুতে চলে যাওয়া অনুত্তম। তবে কিছু না পড়ে রুকুতে গেলেও নামায হয়ে যাবে।

-কিতাবুল আছল ১/২৭৪; আলমাবসূত, সারাখসী ২/৮; হালবাতুল মুজাল্লী ২/৫৯২; মারাকিল ফালাহ, পৃ. ২৬৪; রদ্দুল মুহতার ২/১১১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন