যিলকদ ১৪৪০ || জুলাই ২০১৯

মুহাম্মাদ আবদুল্লাহ - খুলনা

৪৮০৪. প্রশ্ন

একদিন মুয়াযযিন সাহেব ভুলবশত মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে আযান দিয়ে ফেলেন। ওয়াক্ত হওয়ার পর আমার আব্বা তাকে পুনরায় আযান দিতে বলেন। তিনি বললেন, একবার তো আযান দেওয়া হয়েছে। আবার পুনরায় কেন আযান দেওয়া লাগবে? পূর্বের আযানই যথেষ্ট। হুযুরের কাছে জানার বিষয় হল, তার কথা কি ঠিক? জানালে উপকৃত হব।

উত্তর

মুয়াযযিন  সাহেবের কথা ঠিক নয়। এক্ষেত্রে পুনরায় আযান দেওয়া কর্তব্য ছিল। ওয়াক্তের আগে আযান দিলে তা সহীহ হয় না। তাই ভুলবশত ওয়াক্তের আগে আযান দিয়ে দিলে ওয়াক্ত হওয়ার পর পুনরায় আযান দিতে হবে। না জেনে দ্বীনী বিষয়ে মন্তব্য করা অন্যায়।

-কিতাবুল আছল ১/১১০; শরহু মুখতাসারিত তাহাবী ১/৫৫৮; আলমাবসূত, সারাখসী ১/১৩৪; মাজমাউল আনহুর ১/১১৩; রদ্দুল মুহতার ১/৩৮৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন