যিলহজ্ব ১৪৩৯ || সেপ্টেম্বর ২০১৮

গোলাম কাদের - মাটিরাঙ্গা, খাগড়াছড়ি

৪৫৪১. প্রশ্ন

আমার বড় ছেলে অনেক দিন থেকে মারাত্মক অসুস্থতায় ভুগছে। তার অসুস্থতার এক পর্যায়ে আমি একটি মান্নত করেছিলাম। আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দেন। সে সুস্থ হলে আমি একটি হজ্ব করব। আল্লাহ তাআলার মেহেরবানীতে সে এখন সুস্থ। আরেকটি বিষয় হল, আমার উপরও হজ্ব ফরয। কিন্তু এখনো তা আদায় করার সুযোগ হয়নি।

এখন জানার বিষয় হল, আমাকে কয়টি হজ্ব আদায় করতে হবে। একটি হজ্ব আদায় করলে উভয়টির ক্ষেত্রে (ফরয ও মান্নত) যথেষ্ট হবে কি না? জানালে খুব উপকৃত হব।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি এখনো যেহেতু ফরয হজ্ব আদায় করেননি তাই তা আদায় করার সময় মান্নতেরটাসহ একত্রে নিয়ত করে নিলেই একইসাথে উভয়টি (ফরয ও মান্নত হজ্ব) আদায় হয়ে যাবে। এক্ষেত্রে মান্নতের জন্য পৃথক হজ্ব আদায় করতে হবে না।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৭৭; আলবাহরুল আমীক ৪/২২১০; আলবাহরুর রায়েক ৩/৭৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/২৬৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন