যিলহজ্ব ১৪৩৯ || সেপ্টেম্বর ২০১৮

তাওফীকুল ইসলাম - পটুয়াখালী

৪৫৩৭. প্রশ্ন

বাজারে আমার ডেকোরেটরের দোকান আছে। তাতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল আছে। জানতে চাই, বছরান্তে এগুলোর কি যাকাত দিতে হবে?

উত্তর

না, ডেকোরেটরের মালামাল, যা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেয়া হয় তা যাকাতযোগ্য সম্পদ নয়। সেগুলোর যাকাত দিতে হবে না। তবে ডেকোরেটরের দোকান থেকে অর্জিত আয় নেসাব পরিমাণ হলে বছরান্তে তার যাকাত দিতে হবে।

-ফাতাওয়া কাযীখান ১/২৫১; আলমুহীতুল বুরহানী ৩/১৬৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন