শাওয়াল ১৪৩৯ || জুলাই ২০১৮

আবদুল হাসীব - বি. বাড়িয়া

৪৪৬৫. প্রশ্ন

বসে নামায পড়া অবস্থায় কেরাত পড়ার সময় হাত বাঁধতে হবে কি? আমি একটি ইসলামী বইতে পড়েছি, নামাযে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা সুন্নত। এখন জানার বিষয় হল, হাত বাঁধা কি দাঁড়ানো অবস্থার বিশেষ সুন্নত, নাকি বসে নামায আদায় করলেও তা সুন্নত হিসেবে বিবেচ্য হবে? বিষয়টির শরঈ সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর

হাঁ, বসে কেরাত পড়া অবস্থায়ও হাত বাঁধতে হবে। কেননা বসে নামাযের ক্ষেত্রে কেরাত পড়া অবস্থার হুকুম দাঁড়ানোর মতই। তাই এক্ষেত্রে দাঁড়িয়ে নামায পড়ার সব নিয়মগুলোই প্রযোজ্য হবে। যেমন, ছানা ও কেরাত পড়া, হাত বাঁধা ইত্যাদি।

-হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ১৪০; আদ্দুররুল মুখতার ১/৪৮৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন