শাবান-রমযান ১৪৩৯ || মে-জুন ২০১৮

যুবাইদুল ইসলাম - যাত্রাবাড়ী ঢাকা

৪৪২৯. প্রশ্ন

মুহতারাম মুফতী সাহেব, আমার জানার বিষয় হল, অনেক মসজিদে খতীবদেরকে দেখা যায় যে, তাঁরা খুতবার সময় হাতে লাঠি ব্যবহার করেন আবার কেউ তা ব্যবহার করেন না। আসলে কোন্ আমলটি শরীয়তসম্মত? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

জুমার খুতবার সময় হাতে লাঠি বা ধনুক রাখার কথা হাদীস শরীফে আছে। তাই কোনো কোনো ফকীহ একে মুস্তাহাব বলেছেন। তবে লাঠি নেওয়া যেহেতু আবশ্যক নয় তাই একে সুন্নত বা জরুরি মনে করা যাবে না। এবং খতীবকে এ ব্যাপারে বাধ্যও করা যাবে না।

-সুনানে আবু দাউদ, হাদীস ১০৮৯;  হালবাতুল মুজাল্লী ২/৫৪৪; আলবাহরুর রায়েক ২/১৪৮; রদ্দুল মুহতার ২/১৬৩; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ২৮০; ইলাউস সুনান ৮/৭২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন